odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না 

কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িতের অভিযোগ প্রমাণিত হলে সে যে দলেরই হোক না কেন ছাড় পাবেনা : সেতুমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ May ২০১৮ ২০:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ May ২০১৮ ২০:০৩

 

 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তিনি বলেন, ‘মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে একজন সংসদ সদস্যের নিকটাত্মীয় যেমন ছাড় পাননি, তেমনি কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িতের অভিযোগ প্রমাণিত হলে সে যে দলেরই হোক না কেন ছাড় পাবেনা।’
আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি এসময় সড়ক বিভাগের কর্মকর্তাদের সড়কপথ সম্পর্কিত দিক নির্দেশনাও প্রদান করেন।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোন এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবার কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সড়ক পরিদর্শনকালে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: