ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ জুন ২০১৮ ০০:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ জুন ২০১৮ ০০:০২

 

 ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে মঙ্গলবার দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।
সূত্র জানায়, জামনগর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর গুজরাটের কুচ অঞ্চলের মুন্দ্রার একটি গ্রামের কাছের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় নিহত পাইলটের নাম সঞ্জয় চোহান। তার লাশ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
সূত্র জানায়, এ বিমান বিধ্বস্তের কারণ জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: