odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানকে বিজয়ী ঘোষণা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ June ২০১৮ ১৬:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ June ২০১৮ ১৬:১৬

 

 তুরস্কের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তায়িপ এরদোগান জয়লাভ করেছেন। সোমবার নির্বাচন কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এদিকে বিরোধী দল ভোট গণনা পরিচালনার ব্যাপারে অনেক অনিয়মের অভিযোগ করেছে।
এ আগাম নির্বাচনে তুরস্কের ভোটাররা এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গতকাল রোববার একই দিনে দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তুরস্কের নির্বাচন কর্তৃপক্ষের প্রধান সাদি গুভেন বলেছেন, ‘ প্রেসিডেন্ট এরদোগান সব বৈধ ভোটে নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।’
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি ।
৯৯ শতাংশ ভোট গণনার পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নির্বাচনে এরদোগান ৫২.৫ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইন্সি ৩১.৫ শতাংশ ভোট পেয়েছেন।
তুরস্কের নির্বাচনী নিয়ম অনুযায়ী যদি কোন প্রার্থী সার্বিকভাবে ৫০ শতাংশের বেশী ভোট পান, তাহলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে দ্বিতীয় দফা নির্বাচনের আর প্রয়োজন হবে না।
এদিকে সবশেষ ফলাফল অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এগিয়ে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: