odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

আর্জেন্টিনার হারে বিপাকে মেসির স্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ June ২০১৮ ২২:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ June ২০১৮ ২২:১৬

 

সোচি (রাশিয়া),  নবাগত আইসল্যান্ডের সাথে ড্র’র পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বরণ করে আর্জেন্টিনা। ওই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাবিপাকেই পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেইয়া।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইনস্ট্রাগ্রামে সন্তানকে বুকে নিয়ে একটি পোস্ট দেন আন্তোনেইয়া। ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘ভামোস পাপি’। অর্থাৎ ‘এগিয়ে যাও বাবা।’ এমন ছবি দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করেন।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ওই ছবির মন্তব্যের চিত্র পাল্টে গেল। তুলোধুনে করেছেন ওই ছবিকে নিয়ে।
কেউ লিখেছেন, ‘একটু অপেক্ষা কর, বাবা বাড়ি ফিরে আসছে শিগগিরই।’
আবার কেউ লিখেছেন, ‘তোমার বাবা হেরে গেছে।’
আবার অনেকে উপদেশও দিয়ে লিখেছেন, ‘তোমার বাবাকে বলো, নাইজেরিয়ার বিপক্ষে ভালো খেলে জয়ের স্বাদ নিতে।’
এসব মন্তব্যের কান উত্তর দেননি আন্তোনেইয়া। রাশিয়া যাবার কথা থাকলেও সন্তানদের নিয়ে বুয়েন্স আয়ার্সেই আছেন মেসির স্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: