ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মেসি গোল পেল জয় দিয়ে শেষ করল প্রথম পর্ব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ জুন ২০১৮ ০২:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ জুন ২০১৮ ০২:১০

আজকের ম্যাচে আক্রমণভাগে লিওনেল মেসি তার সঙ্গী হিসেবে পেয়েছেন গনজালো হিগুয়াইনকে। এছাড়া গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রাংকো আরমানি।

সেইন্ট পিতার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় 

আর্জেন্টিনার সামনে একমাত্র লক্ষ্য নাইজেরিয়ার বিপক্ষে জয় লাভ। শুরুতেই সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১৪ মিনিটে আর্জেন্টিনার পক্ষে আজকের ম্যাচে প্রথম গোল করেন লিওনেল মেসি। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। মেসির এই গোল চলতি বিশ্বকাপে তার প্রথম গোল।

বিরতিতে থেকে ফিরেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে নাইজেরিয়া। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি পেলে সেই সুযোগে ১-১ সমতা ফেরায় নাইজেরিয়া। ম্যাচের বাকী সময় নিজেদের নিয়ন্ত্রনে রাখলেও ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। এর সুবাদে দ্বিতীয় রাউন্ডে উঠতে আর কোন বাধা রইলো না আর্জেন্টিনার



আপনার মূল্যবান মতামত দিন: