ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দিপিকার ধর্ম ত্যাগ ভালোবাসার টানে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ১৮:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ১৮:১৪

শ্বশুরাল সিমর কা' সিরিয়ালের সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করলেন অভিনেত্রী দীপিকা কাকর। বিয়েতে কয়েকজন বন্ধুসহ দুই তারকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
ভারতের উত্তরপ্রদেশে শোয়েবের গ্রামে বাড়ি হামিরপুরে দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। শোয়েবকে বিয়ে করার আগে ধর্মপরিবর্তন করে ফৈজা হয়েছেন দীপিকা। বিয়ের কার্ডে লেখা রয়েছে, শোয়েব ও ফৈজা। যদিও আরেক একটি কার্ডে শোয়েব-দীপিকা নামই লেখা রয়েছে। 
 
শোয়েব ও দীপিকার বিবাহের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ বিষয়ে  বর বা কনে কেউ কোনো ঘোষণা করেননি


আপনার মূল্যবান মতামত দিন: