
রাজধানীর উত্তরা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃত ওই ইয়াবা ব্যবসায়ীর নাম আমান হোসেন (২০)। তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-১ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তরায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে র্যাবের ওই দলটি সেখানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ ও এক ব্যক্তিকে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করে এবং সে দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় মাদকদ্রব্য ব্যবসা করে আসছে বলে জানায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাসস।
আপনার মূল্যবান মতামত দিন: