odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

নেইমারকে প্রস্তাবের বিষয় অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ July ২০১৮ ১৭:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ July ২০১৮ ১৭:৫৭

 

 সেন্ট জার্মেই (পিএসজি) থেকে নেইমারকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ ৩১০ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে বলে যে সংবাদ বেরিয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি স্প্যানিশ জায়ান্টরা।
সোমবার বিকেলে স্পেনের সরকারী টেলিভিশন স্টেশন টিভিই তে নেইমারের দল বদলের প্রস্তাবের কথা বলা হয়েছে। খবরটি পরিবেশিত হবার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে রিয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এমন খবর সম্প্রচারের আগে টিভিই তাদের সঙ্গে কোন আলোচনা করেনি। ইউরো চ্যাম্পিয়নদের বিজ্ঞপ্তিতে বলা হয়‘ পিএসজিকে বা ওই খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদেও পক্ষ থেকে কোন প্রস্তাব দেয়নি।’
বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে নেইমারের ব্রাজিল ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই এই রিপোর্টটি প্রচারিত হয়।
গত বছর বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৬ বছর বয়সি নেইমার।



আপনার মূল্যবান মতামত দিন: