
রিপোর্টার, গাজীপুর ॥ সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের শুক্র বার দুপুরে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাংবাদিকদের বলেন। কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবি ব্রিটিস লর্ড সভার সদস্য কার্লাইলের ভারত থেকে ফিরিয়ে দেয়ার জবাবে বলেন, ভারতে কে আসবে, কিভাবে আসবে না, ভারত আসতে কার অনুমতি লাগবে, কিভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম-কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারত থেকে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে কার্লাইলকে অনুমতি দেয়া হয়নি। এই অনুমতির ব্যাপারটা সম্পূর্ণ ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাংলাদেশ সরকারের কোন প্রকারের সম্পৃক্ততা নেই।
মন্ত্রী বলেন, রমজানের ঈদের সময় এবার যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো, সেখানে এবার আর সমস্যা হবে না। দেওড়া রেল ওভারপাসের কাজ প্রায় শেষ। গত ঈদের চেয়ে এবারের ঈদে সেখানে যাত্রা আরো ইজি ও স্বস্তিদায়ক হবে। আমার মনে হয়, রমজানের ঈদের চেয়ে এবার কোরবানির ঈদে ফোর লেনে যাতায়ত অনেক সুবিধা জনক, স্বস্তিদায়ক হবে।
তিনি বলেন, কোরবানি ঈদে গাড়ি ভাল গতি পাবে। কারণ রাস্তা অনেক প্রশস্ত থাকছে। আর এবার ২৩টি নতুন ব্রীজের উপর দিয়ে গাড়ি যাতায়ত করতে পারবে।
তিনি আরো বলেন, ফিটনেস বিহীন গাড়ি পশু বহন করলে রাস্তায় আটকে যায়। এতে যানজটের কারণ হয়। সেটা যাতে না হয় এর জন্য আগেভাগেই এবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। হাইওয়েতে কোরবানীর পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল স্টেইকহল্ডারদের জানিয়ে দেয়া হয়েছে। কাজেই আমরা আশ করছি, আসন্ন ঈদ উল আযাহায় জনগণের ঘরমুখি যাতায়াত স্বস্তিদায়ক হবে।
আসন্ন তিন সিটি নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, খুলনা, গাজীপুরে আমরা আচরণ বিধি লঙ্গন করিনি। আমি আবারও আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশনের নিয়ম কানুন, আচরণ বিধি আমরা সরকারী দলের পক্ষ থেকে আমরা সব মেনে চলব। এবং আগামি তিনটি (রাজশাহী, বরিশাল ও সিলেট) সিটি কর্পোরেশন নির্বাচনও নিরপেক্ষ এবং অবাধ হবে। সরকারের পক্ষ থেকে কোন প্রকার হস্তক্ষেপ করা হবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম ‘লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচনী এলাকায় যেতে পারেন, অথচ আমরা যেতে পারি না। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সাংসদ ও মন্ত্রীরা এলাকায় যেতে পারবে না। আমরা সেই বিধি মেনে চলেছি।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: গাউছুল হাসান মারুফসহ সড়ক জনপথ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: