

সরকারের অর্জন এত বেশি যে তা সংখ্যাতত্ত্বের হিসাবে পরিমাপ করা যাবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী।
বুধবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় এ কথা বলেন ওমর ফারুক। আগামী ২১ জুলাই শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নেতৃতে গত ১০ বছরে বাংলাদেশের অর্জন অসংখ্য। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে বেকারত্বের হার কমেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে। শিক্ষিতের হার বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে পৌঁছে গেছে। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত হয়েছে। বাংলাদেশ সমুদয় জয় করেছে। এসব অর্জনের সংখ্যা এতটাই বেশি যে সংখ্যাতত্ত্বের বিচারে এর পরিমাপ করা যাবে না।
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) একটা জিনিসই দিতে পারি, জনগণের ভোটের রায়ে তাকে আবার নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দিতে পারি। আর এ জন্য সব বিভেদ ভুলে, ঈর্ষা-প্রতিহিংসা ভুলে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার লক্ষ্যে কাজ করতে হবে। আর সেটাই হবে শেখ হাসিনাকে দেওয়া আমাদের পক্ষ থেকে প্রকৃত সংবর্ধনা।’
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, প্রধান বক্তা যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, যুবলীগ উত্তর সহসভাপতি মজিবুর রহমান বাবুল, মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: