ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বন্যায় ভিয়েতনামে  প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৯

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ জুলাই ২০১৮ ১৯:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ জুলাই ২০১৮ ১৯:০৪

 

ভিয়েতনামে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। রোববার সরকারি সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
বন্যার কারণে দুর্গত এলাকার বাসিন্দারা উঁচু জায়গায় আশ্রয়ের চেষ্টা চালাচ্ছে।
ক্রান্তীয় অঞ্চলের দেশ ভিয়েতনামে প্রতি বছরই ঝড় ও বন্যা আঘাত হানে এবং অসংখ্য প্রাণহানি ঘটে। খবর এএফপি’র।
এদিকে লঘুচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় সন থিন বুধবার ভিয়েতনামে আঘাত হানে। এটি দেশটিতে চলতি বছরে আঘাত হানা তৃতীয় গ্রীস্মমন্ডলীয় ঝড়।
দুর্যোগ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে।
ভারী বর্ষণের কারণে রাজধানী হ্যানয়সহ শহর ও শহরের বাইরে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিনও এ অবস্থা চলবে বলে সতর্ক করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, রাজধানীর কাছে চুয়ং মাই জেলার বাসিন্দাদের বন্যা থেকে রক্ষা পেতে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে।
আকস্মিক বন্যায় ১৫ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত ও প্রায় ১ লাখ ১০ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। বন্যার পানিতে অনেক সড়ক ডুবে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: