ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ক্যাটরিনা কাইফ এখন যে কোন চরিএে অভিনয়ে আপওি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ জুলাই ২০১৮ ১৪:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৮ ১৪:২৯

বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনার অবস্থান সবারই জানা। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তাকে যদি কোনো ছোট চরিত্রের জন্য বলা হয়, সেক্ষেত্রে তার উত্তর নেতিবাচক হওয়াটা স্বাভাবিক। তেমনটাই করলেন ক্যাটরিনা কাইফ। পরিচালক আলী আব্বাস জাফর নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘ভারত’। যেখানে অভিনয় করবেন সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া।
 
পাশাপাশি ক্যাটরিনারও একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করবেন না বলে জানান তিনি। ক্যাটরিনা বলেন, ‘কোনো গুরুত্বহীন চরিত্রে আমি অভিনয় করবো না। এই সিনেমায় আমার চরিত্রটি তেমনই মনে হয়েছে। আমি কোনো কাজকে অসম্মান করছি না। কিন্তু এই চরিত্রে আমি অভিনয় করতে চাই না।’
 
এখন ক্যাটরিনার জায়গায় সেই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে।


আপনার মূল্যবান মতামত দিন: