ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মুফতি হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদন্ড কার্যকর করতে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

Admin 1 | প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭ ০৫:৫১

Admin 1
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭ ০৫:৫১

মুফতি হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদন্ড কার্যকর করতে কারা কর্তৃপক্ষের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন তারা নির্বাহী আদেশের অপেক্ষায় রয়েছে।
আজ বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে ৪৯তম কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংবাদিকদের এ কথা বলেন।
আইজি প্রিজন জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার দুই সহযোগী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর জন্য সময় পাবেন মাত্র সাতদিন।
বুধবার থেকেই এই দিন গণনা শুরু হয়ে গেছে।
বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি আব্দুল হান্নানসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত মৃত্যুদন্ড বহাল রেখে তাদের রিভিউ আবেদন খারিজ করে দেন।
মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের রায়টিও বুধবার মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে পড়ে শুনান কারা কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: