ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
ঈদে তরুণ সুরকার রিয়াদ অনিকের দুই গান

অনিকের সুরে ঈদে তিন তারকার গান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৮ ২০:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৮ ২০:৪৪


শেরপুর (বগুড়া) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজ্বহায় আসছে এ প্রজন্মের নতুন প্রতিভাবান তরুণ
কণ্ঠশিল্পী ও গীতিকার রিয়াদ অনিকের সুরারোপে তিন তারকার গান। এতে কণ্ঠ
দিয়েছেন ক্লোজআপ তারকা পুলক, মুহিন ও কলকাতা জি বাংলা
সারেগামাপা’র আরেক প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী স্বরলিপি। ‘ঈদ মোবারক
ঈদ’ এবং ‘তুই আমার’ শিরোনামের এ দুটি গানেরই সঙ্গিতায়ন ও
কম্পোজিন করেছেন আতিকুর রহমান আতিক।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ‘ঈদ মোবারক ঈদ’ গানটি খুব
জনপ্রিয়তা পাবে বলে আসা করছেন গানটির সুরকার রিয়াদ অনিক। তিন
বলেন, গানটি খুব যতœ করে গেয়েছেন শিল্পী পুলক ভাই, তার গায়কী
অসাধারন। গানটি প্রসঙ্গে তিনি বলেন, রোজার ঈদের গান রয়েছে
একাধিক কিন্তু এই প্রথম কোনো গান কোরবানীর ঈদকে সামনে রেখে করা
হলো। গানটি ঈদের আমেজকে আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন এই
প্রতিভাবান সুরকার। গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুলক।
গানটির কাথা লিখেছেন, ডি এম দেলোয়ার হোসাইন।
‘তুই আমার’ শিরোনামের অন্য রোমান্টিক ধাঁচের ডুয়েট গানটিতে
কণ্ঠ দিয়েছেন, জি বাংলা রিয়েলিটি শো থেকে আসা স্বরলিপি এবং
ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানটির কথামালা তৈরী করেছেন মাহফুজুর
রহমান সৌরভ। গানটি বাংলাদেশের শীর্ষ মিউজিক কোম্পানী ‘জি
সিরিজে’র ব্যানারে বের হচ্ছে।
এছাড়াও রিয়াদ অনিকের কথা ও সুরে খুব শীঘ্রই আরো কিছু গান দর্শক
শ্রোতাদের মাঝে আসছে যাতে তিনিও সংগীত শিল্পী হিসেবে গান
করবেন বলে আসা করা হচ্ছে। সংগীত জগতে এরই মাঝে সাড়া ফেলতে শুরু
করেছেন এই তরুণ সুরকার ও গীতিকার। সংগীত নিয়ে সুদুর প্রসারী
চিন্তা ভাবনা রয়েছে বলে অনুভূতি ব্যাক্ত করেন এই অলরাউন্ডার।



আপনার মূল্যবান মতামত দিন: