
হোটেল গ্লোরিয়াসের আয়োজিত এক অনারম্বন অনুষ্ঠানে "বিচারপতি মজিবুর রহমান সাহিত্য সন্মাননা স্মারক"-২০১৮ পুরস্কার’ পেলেন জামাল পুরের মেয়ে "কবি আলিশা মালিহা"
পিতা-আজীজুল হক সরকারী কর্মকর্তা ,তিনি বিজ্ঞানে স্নাতক।
"বিষাদিত বাসন্তি" ‘কবির প্রথম একক কাব্যগ্রন্থ, এছাড়াও বিভিন্ন পত্রিকা,ম্যাগাজিনে তার কবিতা, ছোট গল্প নিয়মিত প্রকাশিত হচ্ছে
আলিশা মালিহা সারা জীবন মানুষের কল্যানে কাজ করেছেন, ।কবিতা লেখার পাশাপাশি নিপ্পন ওয়াল্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিঃ এর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ।
এত বড় একটা সম্মান, এত অল্প সময়ে পাওয়ায় অনুভুতি জানতে চাইলে
মালিহা বলেন, "বিচারপতি মজিবুর রহমান সাহিত্য সন্মাননা স্মারক-২০১৮" পুরস্কার’ প্রদান কমিটিকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সম্মানিত করবার জন্য। এই সম্মানানা আমাদেরকে শুধু উৎসাহিত করবে না, তার সঙ্গে সঙ্গে আরও দ্বায়িত্বের সঙ্গে কবিতা লেখার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে সহযোগীতা করবে। এই পুরস্কার শুধু আমাদের নয়, এর সঙ্গে জড়িত এবং যারা আমাদের কবিতা ভালোবাসেন সকলের।
প্রসঙ্গত,’ বিচারপতি মজিবুর রহমান সাহিত্য সন্মাননা স্মারক-২০১৮ পুরস্কার’-এ অংশগ্রহণকারী কবিতা লেখার পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। তাদের মতে যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল কবিতাই পারে শান্তির বার্তা দিতে। আর সেজন্য তারা কবিতার মাধ্যমে শান্তিকে ’ শ্লোগানের স্বপক্ষে দাঁড়িয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: