
কদিন আগেই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার এক পরিচালকের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন তিনি। দীর্ঘদিন ধরেই খবরে ছিলেন না এই অভিনেত্রী।
যখন ফিরলেন একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়েই চলেছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘চকোলেট’
তনুশ্রী আরও বলেছিলেন, ওকে হর্ন প্লিজ' গানে তাঁর একার শুট ছিল। তবে নানা পাটেকর তনুশ্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের দাবি করেছিলেন। নানার বিরুদ্ধে হাত ধরে টানাটানির অভিযোগও করেন তনুশ্রী। পরে গানটি রাখি সাওয়ান্তের উপর দৃশ্যায়িত হয়।
এ প্রসঙ্গে আজ। তনুশ্রী বলেন, ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-এর লোক দিয়ে আমার গাড়িতে হামলা চালিয়েছে। গণেশ আচার্য থেকে শুরু করে ছবির পরিচালক রাকেশ সারাং, প্রযোজক সামি সিদ্দিকি সবাই ওকেই সমর্থন করে গেছে। ওরা আমার কাছে ক্ষমা চাইবে বলে আশা করেছিলাম। তা হয়নি। সেই সময় গোটা ইন্ডাস্ট্রি চুপ করে ছিল। সেটা বিষয়টিকে সমর্থন জানানোর সমান।
২০০৮ সালেই তনুশ্রী এক সাক্ষাৎকারে এই অভিযোগ প্রথম এনেছিলেন। সেই সময় নানা পাটেকর বলেছিলেন, আমি অবাক হয়েছি এই ঘটনায়। ও আমার মেয়ের বয়সি। নানা পাটেকরকে সমর্থন করেন রাকেশ ও গণেশ।
এবেলা জানায়, নতুন বোমায় নিশানায় তুললেন বলিউডের এক পরিচালককে। তবে পরিচালকের নাম তিনি বললেনি। এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি।
তনুশ্রী ওই সাক্ষাতকারে বলেন, ২০০৫ সালে 'চকোলেট' ছবির শুটিং চলাকালীন সময় তাকে হেনস্থা করা হয়। পরিচালক তাকে বলেন, জামা কাপড় খুলে ছবির অন্য দুই অভিনেতা সুনীল সেঠি ও ইরফান খানের সামনে গিয়ে নাচতে হবে।
এ প্রসঙ্গে তনুশ্রী আরও বলেন, ওই পরিচালকের এই দাবির বিরোধিতা করেন ইরফান খান ও সুনীল শেট্টি। ইরফান খান সেই পরিচালককে জানিয়েছিলেন, 'প্রত্যেকেই জানে কী করতে হবে। তাই এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।' এমনটাই দাবি করেছেন তিনি।
‘চকোলেট’ ছবিটি পরিচালনা করেন বিবেক অগ্নিহোত্রী। তবে এবিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্য করেননি
আপনার মূল্যবান মতামত দিন: