
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে উন্নয়ন মেলা উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৯ টায় র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আঙ্গিনা থেকে র্যালী শুরু হয়ে সন্তোষপাড়া ইউএনও পার্কে এসে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার পর বেলুন ও পায়রা উড়িয়ে সিরাজদিখানে উন্নয়ন মেলার সূচনা হয়।
র্যালী ও মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওাহিদ মো. সালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আজম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, বয়রাগাদী
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গাজী, পল্লি বিদ্যুৎ ডিজিএম সিরাজদিখান উত্তম কুমার সাহা, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদ মো. মোক্তার হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: