
রাজধানীর খিলক্ষেতে বাসের চাপায় আবদুস সালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২০ অক্টোবর, শনিবার ভোরে এ দুর্ঘটনায় ঘটে।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার আত্মীয়-স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি রেস্তোরাঁর সামনে রাস্তা পার পাওয়ার সময় একটি বাস আবদুস সালামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খিলক্ষেত থানার পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: