
জীবনের ৫৩ বছর পার করে ৫৪ বছরে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (এসআরকে)। ‘দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া থেকে শুরু করে চলতি বছরের শেষে জিরো’ অবিরাম ছুটে চলেছেন নিজেকে বলিউডের শেষ সুপারস্টার দাবি করা এই অভিনেতা। তার জীবনের না জানা কিছু বিষয় নিয়ে এই আয়োজন।
শাহরুখ খান জন্মদিনে এক অস্ট্রেলীয় ভক্ত লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে তার জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। আগামীতে চাঁদের ‘দ্য সি অব ট্রাঙ্কুইলিটি’ হতে পারে সবচেয়ে অভিজাত এলাকা। আর সেখানেই জমি রয়েছে শাহরুখের!
শাহরুখরের জন্মদিনের আনন্দের সঙ্গে যুক্ত হলো আরও একটি আনন্দ। আর তা হলো শাহরুখ খান অভিনীত জিরো ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে আসন্ন ছবির জন্য শুভেচ্ছা বার্তায়।
‘বামন’ অবতারে শাহরুখে দুর্দান্ত অভিনয়ের ঝলক উঠে এলো ট্রেলারেই। আর অন্যদিকে আনুস্কা ও ক্যাটরিনা ট্রেলারের অল্প পরিসরেই জানিয়ে দিলেন, গোটা ছবিতে তিনজনে মিলে একেবারে ধামাকা করতে চলেছেন।
ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জিরো’।
আপনার মূল্যবান মতামত দিন: