
স্টাফ রিপোর্টার: শীতের মায়াবী রাতে সুরের মূর্ছণা ছড়িয়ে শেষ হলো ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব- ২০১৮’। গতকাল উৎসবের শেষ সন্ধ্যায় দর্শক মাতিয়েছেন অর্ণব।
উপস্থাপক মঞ্চে এসে বললেন, ‘তার নাম বলতে হয় না। সে যে বসে আছে একা একা- এই লাইনটি বললেই হয়’। এরপরই চিৎকারে ফেটে পড়েন অনুষ্ঠানস্থলের দর্শক-শ্রোতারা। রাত ৯টা ২০ মিনিটে মঞ্চে আসেন অর্ণব। গানের সুরে হাজারো দর্শককে ভাসিয়েছেন, নাচিয়েছেন এই শিল্পী।
শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিলেন শাফকাত আমানত আলী। তার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ ঢাকা আন্তর্জাতিক লোক সংগীত উৎসব। আয়োজন চলে রাত ১২টা পর্যন্ত।
সমাপনী দিনের পরিবেশনায় আরও অংশ নেয় ব্যান্ড ‘নকশীকাঁথা’ । এই দলটি ২০০৭ সালে গানওয়ালা নামে যাত্রা শুরু করেছিল। তারপর ২০১১ সালে দলের নাম বদলে ‘নকশীকাঁথা’ হয়।
এছাড়া স্পেনের চার নারী সদস্যের ব্যান্ড ‘লা মিগাস’সমাপনী দিনে সুরের জাদু ছড়িয়েছে। স্পেনের বার্সেলোনা থেকে উড়ে এসেছে ব্যান্ড লাস মিগাস, উৎসবে তৃতীয় দল হয়ে পরিবেশন করে সংগীত।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয় ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’। এবারের আসরে সাত দেশের ১৭৪ জন শিল্পী লোকগান ও নাচে মাতিয়েছেন উৎসব। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উৎসব উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
আপনার মূল্যবান মতামত দিন: