
ভারত-বাংলাদেশ সাহিত্য উৎসব শুরু হয়েছে। কলকাতার শিশির মঞ্চে শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। দুদিনের অনুষ্ঠান চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এদিনের এই উৎসব উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কবি, লেখক ও সাহিত্যিকরা।
অনুষ্ঠানে বাংলা ভাষার জনপ্রিয় বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষকে বিশেষ সম্মানও দেওয়া হয়। সম্মান পেয়ে আয়োজকদের কৃতজ্ঞতা জানান কবি।
বক্তব্যের শুরুতের পাকিস্তানের প্রয়াত একজন কবিকে স্মরণ করেন এবং তার একটি কবিতাও পাঠ করেন।
দুই বাংলার মেল-বন্ধণে এই ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কলকাতার নিযুক্ত বাংলাদেশর উপহাইকমিশনার তৌফিক হাসান। তিনি বলেন, কলকাতায় বাংলাদেশের কূটনীতিকরা যারা কাজ করতে আসেন, তাদের কাছে একটা বড় পাওনা তারা এটা বিদেশ মনে করেন না। কেন না; ভাষা, সংস্কৃতি, খাদ্য-পোশাক আবেগ-অনুভূতিতো একই। তাই আমারও এটা নিজের দেশ মনে হয়।
জনপ্রিয় কবি সুবোধ সরকার বলেন, ইন্টারনেট এই মুর্হুতের সারা পৃথিবীকে একটা ”ফেনোমেনা” হিসাবে দাঁড়িয়েছে। আর সে জন্য লিটলম্যাগকে পড়তে হয়েছে বড় চ্যালেঞ্জের মধ্যে।
দুই দিনের সাহিত্য উৎসবে ভারত-বাংলাদেশের প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিক-লেখক-বাচিকশিল্পী অংশ নেবেন।
আপনার মূল্যবান মতামত দিন: