ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অভিষিক্ত সাদমানের অর্ধশতক পার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮ ১৫:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮ ১৫:১২

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে সাদমানের অভিষেক। অভিষেকটা স্মরণীয় করে রাখার মতো কিছু একটা তো অন্তত করে ফেললেন।

ওপেনিংয়ে কতো রদবদল। তাতেও আসেনি সমস্যার সমাধান। সবশেষ সাদমান ইসলাম অনিক। তাঁকে দলে নেয়ার আস্থার প্রতিদান কিছুতো দিলেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে পোক্ত হয়ে তবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাটিং করেছেন ৬৭ ইনিংসে।

তাতে ৪৬.৫০ গড়ে করেছেন ৩০২৩ রান। আছে ৭টি শতক আর ১৬টি অর্ধশতক।

২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে আজ সকালে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুরু থেকেই দেখেশুনে খেলছেন এই ওপেনার মাঝে সৌম্য আর মুমিনুলের বিদায়ও তাঁকে বিচলিত করেনি বরং খেলেছেন নিজের মতো।

মধ্যাহ্ন বিরতির পর এখন পর্যন্ত খেলেছেন ১৫০ বল, করেছেন ৫২ রান। অর্ধশত রান পূর্ণ করতে খেলেন ১৪৭ বল।



আপনার মূল্যবান মতামত দিন: