ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল প্রস্তুতি ম্যাচ মাশরাফি-তামিমের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮ ২১:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮ ২১:০৭

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। মাশরাফি ছাড়াও দলে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।
এশিয়া কাপ চলাকালীন হাতের ইনজুরির পড়েছিলেন তামিম। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। এই প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারো ২২ গজে ফিরতে যাচ্ছেন তামিম।
এশিয়া কাপে ইনজুরিতে পড়েন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফিরেন সাকিব।
প্রস্তুতি ম্যাচ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যা শুরু হবে ৯ ডিসেম্বর। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে ঢাকার মিরপুুরে, তৃতীয় ও শেষটি হবে সিলেটে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। টি-২০ সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং পরের দু’টি হবে ঢাকায়।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: