ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশেই এখন বিশ্বের বিখ্যাত মানুষদের প্রতিকৃতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮ ১৮:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮ ১৮:২২

বিখ্যাত মানুষদের সান্নিধ্য ভালোবাসেন সবাই। কিন্তু সেই সৌভাগ্য কি সবার হয়? সেই অপূর্ণতা পূরণে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয়েছে ওয়াক্স মিউজিয়াম বা মোমের জাদুঘর। এবার প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে এমনই এক গ্যালারী যেখানে রয়েছেন বিশ্বের বিখ্যাত সব মানুষের প্রতিকৃতি। নাম সেলিব্রেটি গ্যালারী।

শিল্পীর সৃষ্টিশীলতায়, আস্থার হাতটি তুলে ঠায় দাড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তব আর কল্পনার মিশিলেই তাঁর এই প্রতিকৃতি ভাস্কর্য।

শুধু কি তাই? কাব্যচর্চায়মগ্ন রবীন্দ্রনাথা ঠাকুর, কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা সাদা পোশাকে মানবতার দূত মাদার তেরেসা। আছেন রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারাও। বাদ যাননি চার্লি চ্যাপলিন, মি বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন আর শাহরুখ খানও।

পৃথিবীর এমনই ৩২ জন বিখ্যাত ব্যক্তিত্বের দেখা মিলবে সেলিব্রেটি গ্যালারিতে। শুক্রবার যা যাত্রা শুরু করেছেন রাজধানীর গুলশানে। মোম নয় বরং এখানে প্রদর্শিত প্রতিকৃতিগুলো নির্মাণ করা হয়েছে ফাইভার গ্লাসের মাধ্যমে।

ভাস্কর্য শিল্পী মৃণাল হকের উদ্যোগে নির্মিত এই গ্যালারীতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গানের মঞ্চে মূহুর্তের মধ্যে যে কেউ হারিয়ে যেতে পারবেন পপ কিং মাইকেল জ্যাকসনের সাথে।

সম্পূর্ণ জাদুঘর না হলেও বিশাল গ্যালারির আদলে ঢাকায় এমন উদ্যোগ এবারই প্রথম। সাধারণের জন্য প্রদর্শনি চলবে সপ্তাহে সাতদিন বেলা ১২ থেকে রাত ৮পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন: