
মিস ওয়ার্ল্ড ২০১৮ হলেন মেক্সিকোর ভানেসা পন্স ডি লিওন। লিওনের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানুশি চিল্লার। এদিকে, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়লেন বাংলাদেশের পক্ষে লড়াই করা জান্নাতুল ফেরদৌস ঐশী। সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে বাদ পড়েন তিনি।
মিস ওয়ার্ল্ড ২০১৮- এর নাম ঘোষণার রুদ্ধশ্বাস অপেক্ষা।
১১৮ দেশের সুন্দরীকে পেছনে ফেলে মুকুট জিতে নিলেন ২৬ বছরের মিস মেক্সিকো ভানেসা পন্স ডি লিওন। রানার আপ থাইল্যান্ডের সুন্দরী নিকোলিন লিমনসুকান, যিনি মিস ওয়ার্ল্ড এশিয়া ও ওশেনিয়ার খেতাবও জিতেছেন।
এবারই আয়োজকরা প্রতি মহাদেশের জন্য একজন করে বিজয়ীর নাম ঘোষণা করেন। ভানেসা পন্স ডি লিওন বিশ্ব সুন্দরীর মুকুট জয়ের পাশপাশি হয়েছেন মিস ওয়ার্ল্ড আমেরিকা। আর মিস ওয়ার্ল্ড আফ্রিকা নির্বাচিত হন উগান্ডার কুইন আবেনাকিও, মিস ওয়ার্ল্ড ইউরোপ হয়েছেন মিস বেলারুশ মারিয়া ভাসিলেভিচ এবং মিস জ্যামাইকা কাদিজা রবিনসন জিতেছেন মিস ওয়ার্ল্ড ক্যারিবিয়ানের মুকুট।
মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম আসর অনুষ্ঠিত হয় চীনের সায়না শহরে। এবারের প্রতিযোগিতা নিয়ে বাংলাদেশিদের আগ্রহের কমতি ছিলো না। এবারই প্রথম সেরা ৩০ জায়গা করে নেন বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে গ্র্যান্ড ফিনালের সেরা ১২ তে উঠতে পারেননি তিনি।
ব্রিটিশ তারকা ডোনেল ম্যানগেনার সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা। এরপর চীনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডিমেশ কুডাইবার্গেন গান পরিবেশন করেন। কোরিওগ্রাফি করেন যুক্তরাজ্যের ডোনা ডার্বি ও সাইমন কুলথার্ড।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন ম্যাগান ইয়ং, বার্নি ওয়ালশ, অ্যাঞ্জেলা চাউ, ফার্নান্দো অ্যালেন্ডে ও স্টেফানি ডেল ভ্যালি।
আপনার মূল্যবান মতামত দিন: