ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী মিলন গ্রেপ্তার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মিলন জেলা বিএনপিরও সভাপতি।

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলার পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মিলনের আইনজীবী পারভিন আক্তার ও স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবকটিতেই তিনি জামিনে রয়েছেন। বুধবার তিনি সবশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বাসায় ফেরেন তিনি। তখন তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ।

এদিকে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীর পরিচালনা কমিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: