
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা ক্ষমতায় এলে সর্বনাশ হবে দেশের।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময়, কি করে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের মনোনয়ন দেয় ঐক্যফ্রন্ট, সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা।
শোকাবহ ১৪ ডিসেম্বর স্মরণে শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।
সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে শেখ হাসিনা, ঐক্যফ্রন্টে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্তদের সন্তানদের মনোনয়ন পাওয়ার সমালোচনা করেন। প্রশ্ন তোলেন, এসবের মাধ্যমে তারা দেশকে কোথায় নিতে চান?
তিনি বলেন, বাংলা ভাই এবং জঙ্গিবাদ যাদের মদদে সৃষ্টি হয়েছিল তাদের বেশিরভাগই নির্বাচনে মনোনয়ন পেয়েছে। তিনি মন্তব্য করেন, মানবতাবিরোধী ও ষড়যন্ত্রকারী এই দল দেশের ক্ষমতায় আসলে দেশের সর্বনাশ হবে। তিনি প্রশ্ন করেন, যারা এই অপরাধীদেরকে মনোনয়ন দিচ্ছে, তাদের কাছে কি অপরাধ করাটা যোগ্যতা বলে বিবেচিত হয় কিনা?
আগামী নির্বাচনে তাদের বয়কট না করলে দেশের শান্তি নষ্ট হবে জানিয়ে শেখ হাসিনা তাদের ভোট না দেয়ার আহ্বান জানান দেশবাসীর প্রতি।
তিনি বলেন, এই অপরাধীদেরকে আর কেউ ভোট দেবেন না। তারা যেন কেউ আর কখনো নির্বাচিত প্রতিনিধি হয়ে আসতে না পারেন সেজন্য এদেরকে চিহ্নিত করে এদেরকে সম্পূর্ণভাবে বয়কট করুন।
সকালে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণমাধ্যমকর্মীকে দেয়া ড. কামাল হোসেনের হুমকিরও সমালোচনা করেন আওয়ামী লীগ প্রধান।
আপনার মূল্যবান মতামত দিন: