ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জেলখেটে ফেসবুকে প্রেম না করার আহব্বান ভারতীয় প্রেমিকের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬

ভারতীয় এক ব্যক্তি পাকিস্তানে ছয় বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। মুক্ত হওয়ার পর অন্যদের ফেসবুকে প্রেম করতে নিষেধ করেছেন তিনি।

হামিদ নেহাল আনসারি (৩৩) নামের ভারতীয় এই নাগরিক প্রেম করেছিলেন পাকিস্তানের এক নারীর সঙ্গে। ২০১২ সালে ওই নারীর সঙ্গে দেখা করতে আফগানিস্তান থেকে অবৈধভাবে পাকিস্তানে যান।

কিন্তু পাকিস্তানি ওই নারীর বাড়িতে পুলিশ অপেক্ষা করছিল। হামিদ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। কাগজপত্র না থাকায় এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পরবর্তীতে তাকে ছয় বছরের জেল দেয়া হয়।

মুক্ত হওয়ার পর এএফপিকে হামিদ বলেন, অপরিচিত কারও প্রতি আবেগপ্রবণ হবেন না এবং ফেসবুকসহ অন্য যেকোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করবেন না।

স্থানীয় গণমাধ্যমে দেখা যায়, মঙ্গলবার নিজ দেশে এসে মাথা নিচু করে মায়ের সঙ্গে আলিঙ্গন করছেন হামিদ। এসময় তাকে পরিশ্রান্ত দেখাচ্ছিল।

নিজ বাড়ি মুম্বাই থেকে ফোনে ডেইলি মেইলকে হামিদ জানান, পরিবারের সঙ্গে আবারও যুক্ত হতে পারা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি এখন ব্যবসা শুরু করবো, বিয়ে করবো এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাব। আমি আর কোনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবো না।



আপনার মূল্যবান মতামত দিন: