
বিনোদন ডেস্ক
নতুন ছবিতে কাজ করার আগে নিজেকে ঝালিয়ে নিতে বরাবরই পটু মডেল ও অভিনেত্রী পরীমনি। গত সপ্তাহে বালিতে গিয়েছেন তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন আর ছবি আপলোড করে শীতের মধ্যেই উষ্ণ উত্তাপ ছড়াচ্ছেন ফেসবুকে।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় তার। রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আরো ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী এবং রক্ত।
ক্যারিয়ারের শুরুর দিকেই একসঙ্গে দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। সেই ধারাবাহিকতায় প্রায় দেড় ডজন ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এবার দেখার পালা, বালি থেকে প্রত্যাবর্তনের পর পরীমণি কী ধামাকা আয়োজনের ঘোষণা দেন ভক্তদের জন্য।
আপনার মূল্যবান মতামত দিন: