
বিনোদন: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা টেলি সামাদের মরদেহ ১১টায় এফডিসিতে নেয়া হয়েছে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন টেলি সামাদের সহকর্মী এবং ভক্তরা।
এরপরে তাকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় নিজ গ্রাম নওগাঁয় নেয়া হবে। সেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, গতকাল (শনিবার) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
এর আগে চলতি বছরের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ-তে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে সম্প্রতি বাসায় ফিরেন তিনি। সে সময় তিনি ‘স্বাভাবিক জীবনে’ ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা।
১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় টেলি সামাদের। গত চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জিরো ডিগ্রি’। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী।
আপনার মূল্যবান মতামত দিন: