ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মিমির স্থাবর -অস্থাবর সম্পত্তি কত?

Akbar | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯ ১৪:০২

Akbar
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯ ১৪:০২

বিনোদন,২৮ এপ্রিল(অধিকারপত্র): ভারতের চলমান লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। এ নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর পক্ষে লড়ছেন মিমি। এর মধ্যেই রয়েছে তার ছবির কাজও। সব মিলিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী।

নির্বাচনের হলফনামায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন প্রায় পৌনে তিন কোটি টাকা।মিমির স্থাবর সম্পত্তি এক কোটি ২৪ লাখ রুপি। এক কোটি ১৯ লাখ রুপি দামের একটি ফ্ল্যাট রয়েছে।

এর পাশাপাশি ১৯ লাখ রুপির গাড়ির ঋণও রয়েছে এই অভিনেত্রীর নামে। স্থাবর সম্পত্তির মধ্যে তার হাতে আছে ২৫ হাজার রুপি ও ব্যাংকে আছে ৭১ লাখ ৯০ হাজার রুপি। আর বিভিন্ন ফান্ডে প্রায় ৫০ হাজার রুপির বিনিয়োগ করেছেন এই অভিনেত্রী।

এ ছাড়াও মিমির কাছে স্বর্ণ রয়েছে ২৭১ গ্রামের মতো। ২০১৭-১৮ সালে তার আয় ছিল ১৫ লাখ ৩৮ হাজার রুপি। মিমি জানান, তার নামে কোনো মামলা নেই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে মিমির নাম ঘোষণা করে সবাইকে চমকে দেন। মিমির মতে, দর্শকরা আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমি সবসময় জনগণের জন্য কাজ করতে ভালোবাসি।

দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী । স্বীকৃতি স্বরূপ পেয়েছেন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক।



আপনার মূল্যবান মতামত দিন: