ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের বয়স্ক স্কোয়াড শ্রীলঙ্কা, তরুণ পাকিস্তান

Akbar | প্রকাশিত: ২ মে ২০১৯ ১১:৪৫

Akbar
প্রকাশিত: ২ মে ২০১৯ ১১:৪৫

ক্রীড়া,০২ মে(অধিকারপত্র): চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। যদিও ২৪ মে পর্যন্ত সুযোগ থাকছে স্কোয়াডে পরিবর্তন আনার।

এবারের স্কোয়াডগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সবচেয়ে বয়স্ক দল নিয়ে ইংল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডের খেলোয়াড়দের গড় বয়স ২৯.৯ বছর।

দলটির সবচেয়ে বয়সী ক্রিকেটটার জীভান মেন্ডিস, বয়স ৩৬ বছর। ২০১৫ সালের পর কোন ওয়ানডে না খেলা এই অল রাউন্ডারের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়াটা সারপ্রাইজিংই ছিল। এছাড়া অন্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লাসিথ মালিঙ্গা (৩৫) সুরাঙ্গা লাকমাল (৩২) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (২১)।

বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী দল পাকিস্তান। উপমহাদেশের এই দলটির খেলোয়াড়দের গড় বয়স ২৭.৩ বছর। দলটির সবচেয়ে তরুণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন। দুইজনেরই বয়স ১৯ বছর।

তবে বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে তরুণ সদস্যটি আফগানিস্তানের মুজিব উর রহমান। এই স্পিনারের বয়স ১৮ বছর।



আপনার মূল্যবান মতামত দিন: