
সাভারের সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক গোলাম নবী শেখ।
নিহত সিফাত হোসেন (২৩) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তাছাড়া পিঠে গুলিবিদ্ধ একই বিভাগের ছাত্র বাসুদেব পালকে (২৪) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সংঘর্ষের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিরুলিয়া-চারাবাগ সড়কে কাঠের টুকরায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ভাংচুর করেছে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এক ছাত্রীর সঙ্গে প্রেম নিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির ঝগড়া হয়।
সেই ঝগড়ার সূত্র ধরে দুপুরে শাহেদের অনুসারীদের উপর বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা হামলা করে। তখন তাদের গুলিতে সিফাত ও বাসুদেব আহত হয় দাবি শিক্ষার্থীদের।
পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: