বিনোদন ডেস্ক : ঠোঁটকাটা মানুষ স্বস্তিকা মুখোপাধ্যায়। জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী তিনি। আবেদনময় সব চরিত্রে অভিনয় এবং বেফাঁস মন্তব্যের কারণে থাকেন খবরের শিরোনামে। ফের এমনই একটি মন্তব্য করে আলোচনার শীর্ষে চলে এলেন স্বস্তিকা। জানা যায়, ভারতে অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক গ্রাহক। তারই প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে মন্তব্য করে অমিত শুক্লার পুরনো কিছু টুইটের ভিত্তিতে তাকে একহাত নিলেন স্বস্তিকা। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, মহিলাদের স্তন নিয়ে যখন এ ধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?
আপনার মূল্যবান মতামত দিন: