বিনোদন ডেস্ক: দাম্পত্য কলহে জাকিয়া বারী মম। সংসার জীবনের শেষ দু’বছর তার সম্পর্কের টানাপড়েন চলছিল। শেষে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মম। কিন্তু মমর ডিভোর্স কার্যকর হতে মোট নব্বই দিন বা তিনমাস সময় লাগবে।
এই সময়ের মধ্যেই ডিভোর্সটা বাতিল করে তারা আবার এক হতে পারেন, এ রকম একটা প্রস্তাব আসে। কিন্ত এই প্রস্তাবে মম কী করবেন? এমনি এক গল্পে ‘নব্বই দিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে অভিনেত্রী মমকে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। নাটকটি নির্মাণ করেছেন রতন হাসান।
এনিয়ে মম বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এমন গল্পের নাটকে অভিনয় করা যে কোনো অভিনেত্রীর জন্য আনন্দের। বিপাশা আপা আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। তার গল্পও দারুণ। এদিকে তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করে অনেক কিছু জানা যায়। অনেক বেশি আগ্রহ নিয়ে এই নাটকে কাজ করেছি
আপনার মূল্যবান মতামত দিন: