odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
সোহা মেয়েকে দুধপান করানোর বাজে অভিজ্ঞতা জানালেন

যত্রতত্র বাচ্চাদের দুধপান করানোর আছে অধিকার

odhikar patra | প্রকাশিত: ৯ August ২০১৯ ১৫:৫০

odhikar patra
প্রকাশিত: ৯ August ২০১৯ ১৫:৫০

 

নবাব বাড়ির মেয়ে সোহা আলি খান। বেশকিছু সিনেমায় উত্তাপ ছড়িয়েছেন তিনি। তবে এখন তিনি আপাদমস্তক সংসারী মানুষ। আর দশটা নারীর মতোই স্বামী-সংসার নিয়ে দিন কাটান।

তার সংসার আলো করে আছে একমাত্র কন্যা ইনায়া। সেই মেয়েকে স্তন্যপান করানোর একটি বাজে ও বিব্রতকর অভিজ্ঞতা শেয়ার করেছেন সোহা। তিনি জানিয়েছেন, যত্রতত্র বাচ্চাদের দুধপান করানোর সুযোগ না থাকায় নারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় প্রায়ই।

তিনি একটি ভিডিও বার্তা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। সোহা জানিয়েছেন, ইনায়াকে স্তন্যপান করানোর জন্য একবার বিমানের বাথরুমে গিয়ে পাম্প করে দুধ বের করতে হয়েছিল তাকে।

ওই ভিডিও পোস্ট করার ক্যাপশনে সোহা লিখেছেন, ‘এটা ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক- নতুন মা হওয়ার সবচেয়ে অবিশ্বাস্য ও চ্যালেঞ্জিং বিষয়ে আলোচনার সেরা সময়। এখানে কোনো ম্যাজিক ফর্মুলা নেই।’

মা হওয়ার পর বহুবার ব্রেস্টফিডিংয়ের হয়ে জোরালো কণ্ঠ তুলেছেন সোহা আলি খান। মায়েদের তার সন্তানকে স্তন্যপান করানোর জন্য অনুপ্রেরণা দিয়েছেন। এবার তিনি আর এক বলিউড তারকা নেহা ধুপিয়ার #FreedomToFeed ক্যাম্পেনের পাশে দাঁড়ালেন।

১ আগস্ট থেকে শুরু হওয়া বিশ্ব স্তন্যপান সপ্তাহে হ্যাশট্যাগ ফ্রিডমটুফিড প্রচার শুরু করেন নেহা ধুপিয়া। মায়েরা যাতে নির্দ্বিধায় যে কোনো সময়, যে কোনো জায়গায় তার সন্তানকে স্তন্যপান করাতে পারেন, তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: