ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদান গবেষণার মাধ্যমে তুলে ধরুন -তথ্যমন্ত্রী

odhikar patra | প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯ ১৯:৩৪

odhikar patra
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯ ১৯:৩৪

ঢাকা, শনিবার ১০ আগস্ট '১৯

বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের পথে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা উপাধি অধিকারিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান গবেষণার মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে ঢাকায় তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে ৮ আগস্ট বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার ভূমিকা' শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তথ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে বঙ্গমাতার অবদান ও ধৈর্য্য অসামান্য। আন্দোলনে নেতৃত্বের কারণে বঙ্গবন্ধুকে অনেকটা সময় কারাগারে থাকতে হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ফাঁসিকাষ্ঠের সামনেও দাঁড়াতে হয়েছে। তখন শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাদের সন্তানদের, পুরো পরিবারকে যেভাবে আগলে রেখাছেন, দলের নেতাকর্মীদের সাথে পরামর্শ করেছেন, তার জুড়ি মেলা ভার।'

'বঙ্গমাতার কাছ থেকে নারীসমাজসহ আমাদের সবার অনেক কিছু শেখার আছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'একজন রাজনীতির মহানায়কের পাশে অবিচল মহাপ্রাণ হিসেবে থাকা বঙ্গমাতাকে নিয়ে বড় বড় গবেষকবৃন্দের গবেষণা করা উচিত, যাতে জাতি উপকৃত হয়।'

'ভুল ধরা পার্টি'তে যোগ দেবেন না

মন্ত্রী এসময় ডেঙ্গু প্রতিরোধে সরকার ও আওয়ামী লীগের নানা কর্মসূচির কথা উল্লেখ করেন ও দুঃখের সাথে বলেন, বিএনপি'র কর্মসূচি প্রেসক্লাব ও বিএনপি অফিসের প্রেস ব্রিফিংয়েই সীমাবদ্ধ।

'সেইসাথে আরো কিছু মানুষ আছে, যারা নিজে কিছু করবে না, শুধু অন্যের কাজের ভুল ধরবে- আমি তাদের নাম দিয়েছি, ভুল ধরা পার্টি, এ পার্টতে যাওয়া কারো ঠিক না', বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

বেগম জিয়ার ব্যথা জীবন সংকট নয়- ড. হাছান

সমসাময়িক বিষয়ে মন্ত্রী এসময় বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রিজভী আহমেদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে বলেন, 'বিএনপি সবসময় বেগম জিয়ার পুরনো হাঁটু ও কোমরের ব্যথাকে সামনে এনে তার জীবন সংকটাপন্ন বলে দাবি করছে। সম্প্রতি জিহবায় একটু কামড় লাগলেও সেটাকেও সংকটের রূপ দিতে চেয়েছিলেন তারা।তারাই এগুলো দলের সাথে বেগম জিয়াকেও হাস্যস্পদ করে তুলছে ও তার প্রতি নির্মম তামাশা হিসেবে প্রতীয়মান হচ্ছে।'

আয়োজক সংগঠনের সভাপতি এড. মোঃ আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এড. বলরাম পোদ্দার, সাংবাদিক মানিক লাল ঘোষ, প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম প্রমুখ সভায় তাদের বক্তব্যে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

-মীর আকরাম উদ্দীন আহম্মদ। সিনিয়র তথ্য অফিসার। 



আপনার মূল্যবান মতামত দিন: