ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
মুন্সিগঞ্জ

ছাত্রীকে যৌন নিপীড়ন টঙ্গীবাড়ির চরে , গ্রেফতার ১

odhikar patra | প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯ ০৩:০১

odhikar patra
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯ ০৩:০১

টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ চরমান্দ্রা গ্রামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয়েছে। এই ঘটনায় নিপীড়নকারী আ. মজিদ দরজিকে (৩৮) শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শনিবার বেলা ১১টার দিকে ওই স্কুলছাত্রী তার মামা বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে রাস্তায় যৌন পীড়নের শিকার হয়।

শিশুটির স্বজনরা জানান, পথিমধ্যে চরমান্দ্রা গ্রামের বোরহান উদ্দিন ফকিরের বাড়ির সামনে নির্জন রাস্তায় শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি কৌশলে ছুটে গিয়ে দৌড়ে তার মামা বাড়ি ফিরে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে ঘটনা খুলে বলে সে। মামা বাড়ির লোকজন বিষয়টি টঙ্গীবাড়ি থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ আঃ মজিদকে পাকড়াও করে।

এদিকে শিশুটিকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শরিয়তপুরের জাজিরা উপজেলার আমিন মল্লিকেরকান্দি সিডার চর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শিশুটির মামা সুরুজ জানান, তার ভাগ্নি শুক্রবার আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলার বাদী হয়েছেন শিশুটির বাবা নুরুজ্জামান ব্যাপারী।



আপনার মূল্যবান মতামত দিন: