ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চারুকলা বিভাগের ভাস্কর্য উল্টো করে রেখে গেছে কারা

Admin 1 | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৭ ২১:২৪

Admin 1
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৭ ২১:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের গড়া সব ভাস্কর্য কে বা কারা উল্টো করে শিক্ষকদের কক্ষের সামনে রেখে গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহকারী এ দৃশ্য দেখতে পেয়ে শিক্ষকদের খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের দুজন শিক্ষক—সিরামিক অ্যান্ড স্কালপচার বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক এবং গ্রাফিকস ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মনির উদ্দীন টভেল। তাঁরা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের গড়া এ ভাস্কর্যগুলো মাঠে রাখা থাকে। কে বা কারা এক রাতের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে। শতাধিক ভাস্কর্য মাঠে উল্টো করে রেখে গেছে। আর কিছু ভাস্কর্য শিক্ষকদের কক্ষের দরজার সামনে রেখে গেছে।

জানা গেছে, কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানানোর প্রস্তুতি নিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: