ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য  এম এ মাজেদ কে   পদক তুলে দিচ্ছে  প্রধান তথ্য কমিশনার 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯ ২২:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯ ২২:০২

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য  এম এ মাজেদ কে  
পদক তুলে দিচ্ছে  প্রধান তথ্য কমিশনার 
 
 
মিডিয়া ব্যক্তিত্ব ও বর্ষসেরা সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ,এম এ মাজেদ কে পদক তুলে দিচ্ছে তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ ও 
 ড. খান আসাদুজ্জামান।
শনিবার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে
তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, (ভিআইপি লাউঞ্জে)জাতীয় প্রেস ক্লাবে, মাদক, সন্ত্রাস,দূর্নীতি ও জঙ্গীবাদ নির্মূলে বর্তমান সরকারের ভূমিকা ও গনমাধ্যমের করণীয়'শীর্ষক আলোচনা সভা ও পদক অনুষ্ঠান দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।       
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ,বিশেষ অতিথি ছিলেন , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনাব শিশির কুমার দাশ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, অধ্যাপক ড.হাফিজ মু হাসান
আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংক, পরিচালক জনাব শহিদুল আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনাব মো রকন উদ-দৌদা,  
এডিশনাল এসপি (স্পেশাল ব্রান্স)মাকসুদা আক্তার খানম , বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন সচিব, জনাব আবদুল লতিফ মোল্লা, বাংলাদেশ সমাচার পএিকার   
 নির্বাহী সম্পাদক মেনন চৌধুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক,জনাব এ এ এম শাহজাহান , জনাব রফিকুল ইসলাম,  সহ উপস্থিত ছিলেন সকল জেলা ও উপজেলার সাংবাদিক বৃন্দ।
 
উল্লেখ্য, এম এ মাজেদ  ২০০৯ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন,  ঢাকা থেকে প্রকাশিত  জাতীয় দৈনিক বাংলা দূত,
সাপ্তাহিক জনতার নিঃশ্বাস,পাক্ষিক আমাদের মুক্ত আওয়াজ, মাসিক খুৎবা।
এছাড়াও বিভিন্ন আঞ্চলিক দৈনিক. জাতীয় দৈনিক প্রিন্ট  মিডিয়ায়, অনলাইন নিউজ পোর্টাল গুলার  নিয়মিত স্বাস্থ্য কলামিষ্ট হিসেবে পরিচিত মুখ,  । এম এ মাজেদ বর্তমানে  চ্যানেল থ্রী বাংলা( আইপি টিভি) পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার,  চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি , নিউজগার্ডেন ২৪.কম সহসম্পাদক ও সাপ্তাহিক আনন্দ তারকা সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মূল্যবান মতামত দিন: