ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’ চলতি বছরের সেরা ছবি

odhikar patra | প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৬:০৬

odhikar patra
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৬:০৬

সেপ্টেম্বর  থেকে শুরু হয়েছিল দিন গণনা। অবশেষে রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছিলো এ বছর পুরস্কারের আসর। আয়োজনে সেরা পুরস্কার ‘মুভি অব ২০১৯’ হয়েছে ‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’। দর্শকদের পছন্দের ওপর ভিত্তি করে দেয়া হয় পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। গত বছর এই সিরিজের ‘অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ পেয়েছিল এই পুরস্কারটি। শুধু তা-ই নয়, সেরা ‘অ্যাকশন মুভি’র  পুরস্কারও  গেছে এই ছবির ঘরে। অন্যদিকে সেরা ‘ড্রামা মুভি’, ‘ফ্যামিলি মুভি’ ও ‘কমেডি মুভি’ পুরস্কারগুলো গেছে যথাক্রমে ‘আফটার, ‘আলাদিন’ ও ‘মার্ডার মিস্ট্রি’র ঘরে। ‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’ ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।



আপনার মূল্যবান মতামত দিন: