odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার নওয়াজের বিষয়ে

odhikar patra | প্রকাশিত: ১২ November ২০১৯ ১৬:২৮

odhikar patra
প্রকাশিত: ১২ November ২০১৯ ১৬:২৮

 একের পর এক ‘নাটকীয়তা’ ঘটছে মারাত্মক অসুস্থ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চিকিৎসা নিয়ে। চিকিৎসার জন্য  লন্ডন যাওয়ার কথা নওয়াজ শরীফের। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় তার নাম ‘নো-ফ্লাই লিস্ট’ থেকে প্রত্যাহার করা হয় নি। ফলে শেষ মুহূর্তে তার সব টিকেট, প্রস্তুতি বাতিল করতে হয়। এরপর থেকে একের পর এক সিদ্ধান্ত পাল্টাচ্ছে সরকারের সংশ্লিষ্ট মহল। ওই তালিকা থেকে নওয়াজের নাম বাদ রাখা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। এ খবর দিয়েছে অনলাইন ডন।
ডন লিখেছে, মজার ব্যাপার হলো, রোববার নওয়াজ শরীফের মেডিকেল রিপোর্ট চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে এনএবি। কিন্তু তারা সোমবার নওয়াজের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। 

সর্বশেষ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া বাতিল করে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। ফলে সোমবার সরকার সিদ্ধান্ত নেয় নওয়াজের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। এ জন্য মন্ত্রিপরিষদের একটি সাব-কমিটির বৈঠক আহ্বান করেছে সরকার। এই কমিটিতে আছেন আইনমন্ত্রী ফারোক নাসিম। তিনি নিজে এই কমিটির চেয়ারম্যান। আছেন, প্রধানমন্ত্রীর জবাবদিহিতা বিষয়ক বিশেষ সহকারী শাহজাদ আকবর। 



আপনার মূল্যবান মতামত দিন: