ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আইসিইউতে লতা মঙ্গেশকর

odhikar patra | প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৭:০৬

odhikar patra
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৭:০৬

লতা মঙ্গেশকর (৯০) গুরুতর অসুস্থ। সোমবার সকাল থেকেই তিনি শ্বাসকষ্টে ভোগছিলেন। বেলা বাড়ার সাথে সাথে অসুস্থতা বাড়তে থাকলে বেলা ২টার দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ ভর্তি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

১৯২৯ সালে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার। বাবা কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর। পাঁচ ভাই-বোনের মধ্যে লতাই সবচেয়ে বড়। বোন আশা ভোঁশলে, ঊষা মঙ্গেশকর এবং ভাই হৃদয়নাথ মঙ্গেশকরেরও গানের দুনিয়ার পদচারণা রয়েছে। 

সঙ্গীতাঙ্গনে লতা মঙ্গেশকরের অবদান অবিস্মরণীয়। তিনি হিন্দি-বাংলা-মারাঠিসহ অনেক ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন হাজারেরও বেশি ছবিতেও। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মান।



আপনার মূল্যবান মতামত দিন: