05/06/2025 যেসব ব্যক্তির অবশ্যই মাস্ক পরা উচিত
Mahbubur Rohman Polash
৯ মার্চ ২০২০ ১৭:২৮
চীনের করোনাভাইরাস নিয়ে আতঙ্কের শেষ নেই বিশ্বে। বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে অন্তত সাড়ে তিন হাজার।
সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। তার মতে, করোনা প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে– ভালোভাবে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি।
যেসব ব্যক্তির অবশ্যই মাস্ক পরা উচিত-
১. আপনি যদি একজন মেডিকেল কর্মী হন।
২. আপনি যদি COVID-19 এ আক্রান্ত হন।
৩. যদি সংক্রমিত রোগীদের সংস্পর্শে থাকেন।
৪. যদি ভাইরাস প্রাদুর্ভাবের অঞ্চলে বসবাস করেন।
৫. শরীরে ফ্লুর মতো কোনো লক্ষণ দেখা দিলে।
কখন পরবেন
১. করোনায় আক্রান্ত সন্দেহভাজন কোনো রোগীর যত্ন নিলে।
২. সর্দি-কাশি হলে মাস্ক পরতে হবে।
৩. মাস্ক খোলার সময় সংক্রমিত হাত নাকে ও মুখে স্পর্শ হলে আপনার শরীরে ভাইরাস সংক্রমণ হতে পারে। তাই সময় হাত ধুয়ে নিন।
সাবধানতা
১. মাস্ক পরার আগে অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
২. মাস্ক দিয়ে আপনার মুখ ও নাকটি ঢেকে রাখুন।
৩. মাস্ক পরার পর হাত দিয়ে তা স্পর্শ করবেন না। যদি স্পর্শ করেন তা হলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করুন।
৪. একবার ব্যবহার করা মাস্ক পুনরায় ব্যবহার করবেন না।
যেভাবে মাস্ক অপসারণ করবেন
১. মাস্ককে কখনই বাইরে থেকে হাত দিয়ে স্পর্শ করবেন না।
২. পেছন থেকে মাস্কটি খুলুন এবং অবিলম্বে এটি ঢাকনাসহ ডাস্টবিনে ফেলে দিন।
৩. অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন।
আনন্দ বাজার