07/06/2025 ঈদের দিন থেমে ছিলো না যুবলীগের কার্যক্রম।
ahsanul islam
২৬ মে ২০২০ ২২:১৩
ঈদের দিন থেমে ছিলো না যুবলীগের কার্যক্রম।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন ঈদের দিনেও থেমে ছিলোনা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সামাজিক সচেতনামূলক কার্যক্রম। ২৫ মে সোমবার ঈদের দিন ঈদুল ফিতর এর নামাজে আসা মুসল্লীদের স্বাস্থ্য বিধি মেনে মসজিদে প্রবেশ,সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায়,মসজিদে প্রবেশের আগে জীবানু নাশক স্প্রে দিয়ে জীবাণু মুক্ত করে মুসল্লীদের মসজিদে প্রবেশ কার্যক্রম পরিচালনা করেন মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন। মালখানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (ফুরশাইল) গ্রামে ঈদের নামাজের আগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জানতে চাইলে আহসানুল ইসলাম আমিন বলেন চলমান পরিস্থিতিতে সামাজিক সচেতনতার বিকল্প নাই। করোনাভাইরাস সংকট মোকাবিলায় শুরু থেকেই মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে কাজকর্ম চালিয়ে যাচ্ছে,আমরা বিশ্বাস করি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব এই লড়াইয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে ইনশাআল্লাহ করোনাভাইরাস যুদ্ধে আমরা জয়ী হবো,সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।