প্যারিস, ২৮ জুলাই, ২০২০ : বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ৬ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা যায়।
গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে এই মহামারি ছড়ানোর পর বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ছয় লাখ ৫০ হাজার ১১ জন এবং আক্রান্ত হয়েছে মোট এক কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫৫৮ জন। সুস্থ হয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৩৪৫ জন।
বিশ্বে গত ৯ জুলাই থেকে নতুন করে মারা গেছে এক লাখেরও বেশি লোক। কেবলমাত্র গত দ’ুমাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।