07/15/2025 মিরকাদিমে জুয়ার আসর থেকে আটক ৭
ahsanul islam
৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৮
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মিরকাদিমে ৫০ প্যাকেট তাস, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ পুরিয়া গাঁজা ও মাদকের সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে হাতিমারা পুলিশ।
৮ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া ১২ টায় মিরকাদিমের নৈদিঘির পাথর এলাকা থেকে জুয়ার আসর থোকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃমিন্টু বেপারী (৩৭) আবুল কালাম(৩৫),সজিব(১৯), আলমগীর দেওয়ান(৪২),মোঃখোরশেদ মোল্লা (৪৫),মিজানুর রহমান(৩৮),তাজুল ইসলাম (৫১)। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৭ জন জুয়ারুকে মাদক ও মাদকের সরঞ্জাম সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।