07/05/2025 মুন্সীগঞ্জে ৮ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মুন্সীগঞ্জে ৮ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ahsanul islam
১৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৯
মুন্সীগঞ্জে ৮ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে ৮ কেজি গাজা ও প্রইভেটকারসহ আমিনুল ইসলাম (বাবুল মুন্সী) (৬১) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম বাবুল মুন্সী শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে সদর উপজেলার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হেমায়েত উদ্দিনের নেতৃত্বে মিরকাদিম বাজারে গোপন সংবাদের ভিত্তিতে গাজাবহন কারী গাড়িতে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী ও তার ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃত আমিনুল এর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করে কোর্টে প্রেরণ করা হয়েছে গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমান জানান,গোপন সংবাদের খবর পেয়ে এই বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে।
এর সাথে জড়িত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও গাজা বহনকারী প্রইভেটকারটিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: