07/05/2025 ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ সমাবেশ
ahsanul islam
৩১ অক্টোবর ২০২০ ০০:৫৮
মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে, সিরাজদিখান উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুক্রবার উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩০ অক্টোবর দুপর ২টায় জুম্মা নামাজ আদায়ের পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী বিক্ষোভ সমাবেশ কর্মসূতিতে অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাইখ মুহাম্মদ আব্দুল গাফফার,মাওলানা সাইফুল্লাহ,মাওলানা নূমান আহম্মেদ,মাওলানা এম এম মুফতি মমিনূল ইসলাম বিক্রমপুরি,মাওলানা জোবায়ের,মাওলানা মোজান্মেল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যাঙ্গচিত্র (কার্টুন)প্রদর্শণ করেছে, তা অনতিবিলম্বে সরিয়ে বিশ্বের মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারা বিশ্বের মুসলমানরা বরদাস্ত করবে না।
এসময় সমাবেশ থেকে,ফ্রান্স কতৃক বাংলাদেশে সরবরাহকৃত সকল পণ্য বাজারজাত করা ও ব্যাবহার বর্জন করতে ধর্মপ্রাণ মুসলমানগন আহবায়ন জানান বক্তারা।