07/03/2025 পরীমনিকে ধর্ষণ চেষ্টার আসামী নাসির উদ্দিনসহ গ্রেফতার ৫
Biplob
১৪ জুন ২০২১ ২৩:১২
নিজস্ব প্রতিবেদক :চিত্রনায়িকা পরীমনিকে হত্যা ও ধর্ষণচেষ্টার মামলার প্রধান অভিযুক্ত আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে নাসির উদ্দিন মাহমুদের উত্তরার বাসায় অভিযান চালায় ডিবি। এ সময় বেশ কিছু বিদেশি মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু মামলাটি সাভার থানায় হয়েছে, তাই তাদের অনুরোধে ডিবি গ্রেপ্তার অভিযান চালায়।